Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন চারজন

অস্ট্রেলিয়ার ডারউইনে অজ্ঞাত বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে চারজন। মঙ্গলবার রাতের ঐ হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

পুলিশ জানায়, স্থানীয় একটি মোটেল ও পানশালায় হামলা চালায় ৪৫ বছর বয়সী বন্দুকধারী। দাবি পুলিশের সে একাই গোলাগুলির সাথে জড়িত।

আক্রমণের পরপরই সন্দেহভাজন ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয় সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তবে তার নাম প্রকাশ করা হয় নি। সে জানুয়ারি মাস থেকে আচরণ সংশোধনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছে। হামলার মূল কারণ এখনও জানা না গেলেও, ধারণা করা হচ্ছে এটা প্রতিশোধমূলক আক্রমণ। বর্তমানে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা।

Exit mobile version