Site icon Jamuna Television

গাছতলায় পাওয়া গেলো নবজাতক

পটুয়াখালীর দুমকিতে বাদশা বাড়ি এলাকায় কাপড়ের তৈরি ব্যাগে জীবিত নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় সোহরাব গাজী ও তার স্ত্রী নূরজাহান বেগম।

ঈদের আগের দিন মঙ্গলবার বাদশা বাড়ি এলাকার রশীদ মিরা বাড়ি সংলগ্ন রাস্তার পাশের গাছতলা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী সোহরাব গাজী জানান, সকাল বেলা ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় তারা গাছের তলায় থাকা একটি লাল রংয়ের ব্যাগের ভেতর বাচ্চার কান্নার শব্দ শুনে পান তিনি। পরে কাছে গিয়ে দেখতে পান ফেলে রাখা বাচ্চাটিকে পিঁপড়ায় জড়িয়ে ধরেছে।

পিঁপড়ার কামড়ে নবজাতকটি কান্নাকাটি করছিল। পরে তাকে সেখান থেকে নবজাতকটি উদ্ধার করে বাড়িতে নেয়া হয় বলে তিনি জানান।

Exit mobile version