Site icon Jamuna Television

আত্মসমপর্ণকারী মাদকসেবীদের ঈদ সামগ্রী দিলেন ওসি

স্বেচ্ছায় আত্মসমপর্ণকারী মাদক সেবীদের হাতে পবিত্র ঈদুল ফিতরে খাবার সামগ্রী উপহার দিয়েছেন ভোলার দৌলতখান থানার ওসি মো. এনায়েত হোসেন।

বুধবার সকালে তিনি স্বেচ্ছায় আত্মসমপর্ণকারী পাঁচ মাদকসেবীর হাতে নিজ অর্থায়নে খাবার সামগ্রী তুলে দেন।

এ খাবার সামগ্রীর মধ্যে রয়েছে, তেল, পোলাওর চাল, চিনি, সেমাইসহ প্রয়োজনীয় খাদ্য দ্রব্য।

এ বিষয়ে ওসি এনায়েত হোসেন বলেন, স্বেচ্ছায় পাঁচ মাদকসেবী আত্মসমপর্ণ করায় তাদের এ খাবার সামগ্রী দেয়া হয়েছে। তারা যেন হতাশা কাটিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে পারে, এ ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা করব। আমার এমন সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এ থানাকে আমি মাদক মুক্ত রাখব। এ ব্যাপারে এসপি স্যার আমাকে সবরকমের সহযোগিতা করে আসছেন।

Exit mobile version