Site icon Jamuna Television

ঈদের দিনেও মাঠে কৃষক

ধানের দাম না পাওয়ায় কিছুটা ম্লান কৃষকের ঈদ আনন্দ। রাজশাহীর কয়েকটি উপজেলায় ঈদের দিনেও তাদের মাঠে কাজ করতে দেখা গেছে। এর কারণ হিসেবে তারা বলছেন, দেতে লাগানো ধান এখনো ঘরে ওঠেনি। তারউপর বোরো মৌসুমের পাকা ধান কাটার শ্রমিকেরও সংকট আছে। তাই মাঠ পরিচর্যা আর ধান কাটার কাজেই কাটছে কৃষকের ঈদের দিনটি। এবছরও ধানের কাঙ্ক্ষিত দাম না মেলায় ঈদ উদযাপন ও আনন্দে ভাটা পড়েছে কৃষি নির্ভর গ্রামীণ জনজীবনে।

Exit mobile version