Site icon Jamuna Television

হার্ডিঞ্জ ব্রিজে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
পাবনার হার্ডিঞ্জ ব্রিজের ওপর থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ জানান, সকালে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজাহার উদ্দিন হার্ডিঞ্জ ব্রিজের ১১ নম্বর গার্ডারের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ কে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

পুলিশ আরো জানায়, ধারনা করা হচ্ছে নিহত যুবক ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে খুলনাগামী আন্তঃনগর ৭৬৪ নম্বর ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী ছিল। আজ ভোরে ট্রেনটি হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে যুবকটি নিচে পড়ে মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরনে লুঙ্গি ও গায়ে লাল কালো ফুলহাতা শার্ট রয়েছে।

Exit mobile version