Site icon Jamuna Television

রফিক আহমেদ সিদ্দিকের দাফন সম্পন্ন

প্রাক্তন রোটারি গভর্নর রফিক আহমেদ সিদ্দিকের দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুরে গাজীপুরের বাঙ্গাল গাছ এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

জানাজায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য ইকবাল আহম্মদ সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান,গাজীপুরের জেলা প্রশাসক ড দেওয়ান মোঃ হুমায়ুন কবির সহ মরহুমের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

রফিক আহমেদ সিদ্দিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের ভাই। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। রফিক আহমেদ সিদ্দিক বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনেরও চেয়ারম্যান ছিলেন। রোটারি ক্লাবের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Exit mobile version