Site icon Jamuna Television

ব্যাটিং বিপর্যয় দক্ষিণ আফ্রিকার

ভারতের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয় দক্ষিণ আফ্রিকার। মাত্র ১১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে আফ্রিকানরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানে দুই ওপেনারের উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ফাফ ডু প্লেসি ও রিসে ফন ডার ডুসেন। তৃতীয় উইকেটে তারা ৫৪ রান যোগ করেন।

দুই উইকেটে ৭৮ রান করা দক্ষিণ আফ্রিকার দলটি এরপর যুজবেন্দ্র চাহাল ও কুলদিপ যাদবের ঘূর্ণিজালে বিভ্রান্ত হয়ে মাত্র ১১ রানের ব্যবধানে হারায় ডুসেন, ডু প্লেসি ও জেপি ডুমিনির উইকেট। ২৮ ওভারের পর দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১২ রান।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আঘাত পান হাশিম আমলা। বাংলাদেশের বিপক্ষে খেলা হয়নি তার। তৃতীয় ম্যাচেও সুবিধা করতে পারেননি আমলা। ইনিংসের তৃতীয় ওভারেই বুমরাহ’র শিকার হন তিনি। দলীয় ২৪ রানের মাথায় ডি ককও ফিরে গেলে বেকায়দায় পড়ে দক্ষিণ আফ্রিকা।

ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ফাফ ডু প্লেসিে নেতৃত্বাধীন দলটি।

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে ৩৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১ রানে হেরে যায়। আজ নিজেদের তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক পরাজয় এড়ানোর চ্যালেঞ্জ আফ্রিকানদের।

অন্যদিকে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে।

Exit mobile version