Site icon Jamuna Television

‘মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন’

বাংলাদেশ থেকে রোহিঙ্গা উদ্বাস্তুদের ফিরিয়ে নিতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের শরর্ণাথী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

জাপানে ন্যাশনাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সংকটকে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংকট বলে আখ্যা দেন তিনি।গ্রান্ডি বলেন, রোহিঙ্গা সংকট সমাধান কঠিন হলেও অসম্ভব নয়। প্রয়োজনে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। গেল আগস্টে, রাখাইনে শুরু হওয়া সেনা নিপীড়নের জেরে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখের বেশি রোহিঙ্গা।

Exit mobile version