Site icon Jamuna Television

সাজঘরে গেলেন সৌম্য

টস হেরে ব্যাটিংয়ে নেমে আত্মবিশ্বাসের সাথে খেলা শুরু করে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৮ ওভার শেষে কোন উইকেট হারিয়ে ৪৪ রান করে কিন্তু ৯ম ওভারের হেনরির ৩য় বলে আউট হয়ে সাজঘরে যায় সৌম্য সরকার। এই ওপেনার ২৫ বলে ২৫ রান করেন। এর মধ্যে ৩ টি ছিলো চারের মার। এখন সাকিব ও তামিম ক্রিজে রয়েছে। তামিম ২৬ বলে ২০ রান করে ব্যাট করছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ রান।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারায় ৭ উইকেটে।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিসেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুনসন ও ট্রেন্ট বোল্ট।

Exit mobile version