Site icon Jamuna Television

ভারতকে ২২৮ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

অবশেষে ভারতের বিপক্ষে ২২৮ রানের টার্গেট দাড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরআগে দিনের শুরুতে ব্যাটিং এ নেমেই মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরুতেই মাত্র ১১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আফ্রিকানরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানে দুই ওপেনারের উইকেট হারায় আফ্রিকা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও রিশি ভেন দা ডুসেন। তৃতীয় উইকেটে তারা ৫৪ রান যোগ করেন।

দুই উইকেটে ৭৮ রান করা দক্ষিণ আফ্রিকার দলটি এরপর যুজবেন্দ্র চাহালের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ১১ রানের ব্যবধানে হারায় ভেন দার ডুসেন, ডু প্লেসিস ও জেপি ডুমিনির উইকেট। ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন ক্রিস মরিস।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চোটাক্রান্ত হন হাশিম আমলা। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা হয়নি দক্ষিণ আফ্রিকান এ মুসলিম ওপেনারের। বিশ্বকাপে আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে সুবিধা করতে পারেননি আমলা। ইনিংসের তৃতীয় ওভারেই জসপ্রীত বুমরাহর শিকার হন তিনি।

Exit mobile version