Site icon Jamuna Television

মাঠে ফিরেই ইনজুরিতে নেইমার

মাঠে ফিরে আবারও ইনজুরিতে পড়লেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। বিপদ পিছুই ছাড়ছে না তার। ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড় ভেঙে প্রায় ৩ মাস মাঠের বাইরে থাকার পর গত মাসে মাঠে ফেরেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

বৃহস্পতিবার(৬ জুন) ভোরে ঘরের মাঠে প্রীতি ম্যাচে কাতারের মুখোমুখি হয় ব্রাজিল। এস্তাদিও ন্যাসিওনাল দ্য ব্রাসিলিয়ায় ম্যাচের ১৭ মিনিটে বাজে ট্যাকলে হলে ডান গোড়ালিতে আঘাট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। কোপা আমেরিকা শুরু হওয়ার সপ্তাহখানেক আগে এ ধরনের ইনজুরিতে পড়ায় বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় নেইমারকে।

ইনজুরি এতটাই গুরুতর ছিল যে পায়ে বরফ বেঁধে মেডিক্যাল স্টাফদের সহযোগিতায় মাঠ ছাড়তে হয় এই ফুটবল সেনসেশনকে। এ সময় নেইমারের সঙ্গে ছিলেন তার বাবা। খেলা শেষ হলে পরীক্ষার জন্য নেইমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচটি অবশ্য ২-০ গোলে জিতে নিয়েছে ব্রাজিল। নেইমারের বদলি হিসেবে মাঠে নামা এভারটনের স্ট্রাইকার রিচার্লিসন ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস গোল দুটি করেন।

Exit mobile version