Site icon Jamuna Television

শিগগিরই বাংলাদেশের সাথে চুক্তি সইয়ের কথা বললেন সু চি

চলতি সপ্তাহেই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে চুক্তি সম্পাদনের আশাবাদ ব্যক্ত করেছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। রাতারাতি সংকটের কোনো সমাধান আসবে না বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে, আসেম বৈঠকে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিয়েছে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। উদ্বাস্তুদের ফেরাতে, শিগগিরই ঢাকা ও নেইপিদোর মধ্যে চুক্তি হবে, এমন আশাবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। নেইপিদোতে অনুষ্ঠিত আসেম পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের শেষ দিনে এ কথা বলেন তিনি। আগামীকাল মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সাথে বৈঠকে বসবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, দুই দিনের আসেম সম্মেলন শেষ হচ্ছে আজ। বৈঠকের খসড়ায় না থাকলেও, আলোচনার বড় অংশ জুড়েই ছিল রোহিঙ্গা ইস্যুটি। সোমবার শুরু হওয়া এ বৈঠকে যোগ দেয় ৫২টি দেশের প্রতিনিধি। দু’দিনের আসেম বৈঠকের মূল এজেন্ডা ছিল এশিয়া ও ইউরোপে নিরাপত্তা চ্যালেঞ্জ আর শান্তি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version