Site icon Jamuna Television

আম্পায়ারের সাথে অসদাচরণের দায়ে সাকিবকে জরিমানা

আম্পায়ারের সাথে অসদাচরণের দায়ে শাস্তি পেয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। আর আপত্তিকর আচরণের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি পেসার হাসান আলীকেও গুনতে হবে জরিমানা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে গেল ম্যাচের ৯ম ওভারে ইমরুল কায়েসের বিপক্ষে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন করেন সাকিব। আম্পায়ার রেনমোর মার্টিনেজ সাড়া না দিলে মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এই স্পিনার। এর ফলে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এই অলরাউন্ডারের। সেই সাথে নামের পাশে যুক্ত হয়েছে ৩ টি ডিমেরিট পয়েন্ট। আর ১টি পয়েন্ট যোগ হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন সাকিব।

অন্যদিকে, ঢাকার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনকে আউট করে আঙ্গুল তুলে ড্রেসিংরুমের পথ দেখান হাসান আলী। আপত্তিকর এই আচরণের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ কাটা হয়েছে কুমিল্লার এই পেসারের।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version