Site icon Jamuna Television

ডি ভিলিয়ার্সকে প্রত্যাখ্যানের ব্যাখ্যা দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড

এ বি ডি ভিলিয়ার্সের বিশ্বকাপে ফেরা নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর করা প্রতিবেদনের জবাব দিল সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড।

ক্রিকইনফোর ভাষ্যমতে অবসর ভেঙ্গে এবারের বিশ্বকাপে ফিরতে চেয়েছিলেন এবিডি ভিলিয়ার্স কিন্তু সাউথ আফ্রিকান টিম ম্যানেজমেন্ট তাকে ফিরতে দেয়নি।

এ নিয়ে এবার নিজের মতামত প্রকাশ করলেন বোর্ডটির টিম সিলেকশন কমিটির আহ্বায়ক লিন্ডা জোন্দি। তিনি বলেন, আমি তাকে বলেছিলাম ২০১৮তে অবসর না নেয়ার জন্য। আমি তাকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাথে খেলতে বলেছিলাম যাতে বিশ্বকাপে তার জায়গা নিশ্চিত হয়। কিন্তু সে তার পরিবর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে চলে গেল, বললো এটাই তার অবসরের সঠিক সময়। সে চলে যাওয়ায় আমাদের দলে একটা বিশাল শূণ্যতা তৈরি হলো সেটা পূরণ করতে অনেকের অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন তাকে আবার দলে নেয়া হলে তা অন্যদের সাথে অবিচার করা হবে। এই সিদ্ধান্ত আমরা আমাদের দলের প্রতি দায়বদ্ধতা থেকেই নিয়েছি।

আর যখন সে ফিরে আসার কথা জানিয়েছে ততক্ষণে বিশ্বকাপের জন্য আমাদের দল তৈরি হয়ে গেছে। তবে কোন সন্দেহ নেই সে বিশ্বের একজন সেরা খেলোয়ার, তবে আমরা আমাদের নীতির সাথে কোন আপোষ করতে পারিনা এবং এ নিয়ে আমাদের কোন আক্ষেপও নেই।

Exit mobile version