Site icon Jamuna Television

বিএসএমএমইউর ভেতর থেকে পেট্রোল বোমা উদ্ধার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(বিএসএমএমইউ) ভেতর থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রোল বোমাটি উদ্ধার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা বলেন, রেজিস্ট্রারের কক্ষের সামনে পেট্রোল ভরা বোতল দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। তারপর পুলিশ এসে সেটি নিয়ে যায়।

শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান বলেন, পেট্রোল বোমা কীভাবে সেখানে গেল, তা তদন্ত করা হচ্ছে।

এই পেট্রোল বোমা উদ্ধারের পর জানা গেছে, দুদিন আগে রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুনও ধরানো হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, নিয়োগ নিয়ে ঝামেলা আছে। তা নিয়ে রেজিস্ট্রারকে ভয় দেখানোর জন্য কেউ এটা করতে পারে।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমল কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, দুদিন আগেও ওই কক্ষের সামনে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। আমরা মনে করি, আমাদেরকে ভয় দেখানোর জন্য কেউ এটা করছে।

Exit mobile version