Site icon Jamuna Television

ইসরায়েলকে মোকাবেলায় ‘পূর্ণ প্রস্তুতির’ নির্দেশ লেবানিজ সেনাপ্রধানের

ইসরায়েলি শত্রুদের মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি নিতে  লেবানিজ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান জোসেফ আউন। মঙ্গলবার, সামরিক বাহিনীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি এ নির্দেশ দেন।

সেনাপ্রধান জোসেফ লেখেন, ইসরায়েলের হুমকি এবং অপতৎপরতা মোকাবেলা করতে হবে, পাশাপাশি, তাদের শত্রুভাবাপন্ন মনোভাবের বিষয়ে সজাগ থাকতে হবে। লেবাননে অবস্থান করা জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে সহযোগিতা করতেও সেনাবাহিনীকে আহ্বান জানান জেনারেল আউন। ২০০৬ সালের লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই দেশটিতে জাতিসংঘের সেনারা অবস্থান করছে।

জোসেফ বলেন, ইসরায়েল তার অপতৎপরতা অব্যাহত রেখেছে। এটা লেবাননের মানুষের অধিকার তাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করা। একই কথা প্রতিধ্বনিত হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিলেরর কথায়। তিনি ইসরায়েলকে যেকোনো যুদ্ধের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version