Site icon Jamuna Television

নরসিংদীতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে নাজমা বেগম নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী নজরুল ইসলাম।

পুলিশ জানায়, সকালে শিবপুরের একটি ভাড়া বাসার নিজ কক্ষ থেকে এক সন্তানের জননী নাজমা বেগমের মৃতদেহ উদ্ধার করে তারা। একমাস আগে ওই ভাড়া বাড়িতে ওঠেন স্বামী-স্ত্রী। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গতরাতে নাজমাকে হত্যা করে পালিয়ে যায় নজরুল। টঙ্গির বিসিক এলাকায় একটি কারখানায় পোশাক শ্রমিকের কাজ করে সে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।

Exit mobile version