Site icon Jamuna Television

গরুর মাংসে হাড় বেশি দেয়ায় সংঘর্ষ, আহত ২০

গরুর মাংসে হাড় বেশি দেয়ায় ক্রেতা বিক্রেতার মধ্যে বাকবিতণ্ডা তারপর সংঘর্ষ। এঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ২০ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সদর উপজেলার খাঁটিহাতা ও সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এক ঘন্টা। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে তীব্র যানজট সৃষ্টি হয়।

পুলিশ জানায়, সকালে সরাইলের খাটিঁহাতা বিশ্বরোড মোড় বাজারে কুট্টাপাড়া এলাকার ধন মিয়া মাংস কিনতে যায়। হাড্ডির পরিমাণ বেশি দেয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এতে জড়িয়ে পরে উপজেলার খাঁটিহাতা ও কুট্টাপাড়া এলাকার মানুষ।

এ নিয়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জাড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, এ সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে।

Exit mobile version