Site icon Jamuna Television

দুবাইয়ে ট্যুরিস্ট বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৯ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় আল রাশিদিয়া মেট্রো স্টেশনের কাছে মোহাম্মদ বিন জায়েদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি রশিদ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিভিন্ন দেশের ৩১ যাত্রীকে বহন করা ওমানি নম্বরপ্লেটের একটি ট্যুরিস্ট বাস রাস্তার পাশের একটি সাইনবোর্ডে আছড়ে পড়ে। চালক ভুল সড়কে ঢুকে পড়ায় বাসটি দুর্ঘটনায় পড়ে।

দ্রুতগতিতে চলা বাসটি রাস্তার পাশের উঁচু প্রাচীরে ধাক্কা খাওয়ার পর এর সামনের জানালা ও বামপাশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

Exit mobile version