Site icon Jamuna Television

সরকারি গুদামে সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকায় হাটে ধানের দর বেড়েছে: খাদ্যমন্ত্রী

সরকারি গুদামে সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকায় হাটে ধানের দর বেড়েছে- এমনটাই দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

দুপুরে নওগাঁয় নিত্যপন্যের বাজার পরিস্থিতি দেখতে গিয়ে তিনি বলেন, প্রতিমন চিকন ধান ১শ থেকে ১২০ টাকা পর্যন্ত বেড়েছে।

তিনি আরও বলেন, সারাদেশে অত্যাধুনিক প্যাডি সাইলো নির্মান করতে যাচ্ছে সরকার। গুদামগুলো নির্মান হলে মৌসুমের শুরু থেকেই সংগ্রহ অভিযান চলবে।

ঈদে নিত্য পন্যের দর স্থিতিশীল উল্লেখ করে মন্ত্রী জানান, সব ধরণের পণ্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। আগামীতে কৃষককে ধান নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না বলেও আশ্বাস দেন খাদ্যমন্ত্রী।

Exit mobile version