Site icon Jamuna Television

কাশ্মিরে ভারতীয় সেনাদের গুলিতে ২ পুলিশসদস্য সহ ৪ জন নিহত

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুই বিদ্রোহী পুলিশ কর্মকর্তাসহ ৪ স্বাধীনতাকামী নিহত হয়েছে।

শুক্রবার ভারত অধিকৃত কাশ্মিরের দক্ষিণ পুলওয়ামাতে একটি বিক্ষোভ মিছিলে সেনারা গুলি চালালে এ ঘটনা ঘটে।

এরআগে পুলিশ বাহিনী থেকে দুই পুলিশ সদস্য অস্ত্র সহ বিদ্রোহ করে ক্যাম্প ত্যাগ করলে তাদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় সেনাবাহীনির সাথে গুলি বিনিময়কালে একজন নিহত হয়। বাকি তিন জন শুক্রবার সকালে বিক্ষোভ মিছিলে সেনাদের গুলিবর্ষণে নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

কাশ্মির পুলিশ জানায় নিহতদের মধ্যে দুজন স্থানীয় বিচ্ছিন্নতাবাদী ও বাকি দুজন পুলিশের বিশেষ বাহিনীর সদস্য ছিল যারা ইতোপূর্বে নিখোজ ছিল। পুলিশ আরো জানায় এই দুই সদস্য ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটিতে গিয়ে আর ক্যাম্পে ফেরত আসেননি।

Exit mobile version