Site icon Jamuna Television

জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪

জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ গেছে ৪ বিচ্ছিন্নতাবাদীর। শনিবার ভোর পর্যন্ত পুলওয়ামা এলাকায় চলে সংঘাত।

পুলিশ জানায়, শুক্রবার গোপন আস্তানার খবর পেয়ে চালানো হয় অভিযান। এসময়, পাল্টা গুলি ছোঁড়ে বিচ্ছিন্নতাবাদীরা। পাল্টাপাল্টি সংঘাত চলে শনিবার ভোর পর্যন্ত। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা সবাই জয়েশ-ই-মোহাম্মদের সক্রিয় সদস্য। পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠনটি গেলো ফেব্রুয়ারিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে চালানো হামলার দায় স্বীকার করে। সেসময়, প্রাণ হারান ৩৯ সিআরপিএফ সদস্য। ইমরান খান সরকার জঙ্গিদের মদদ দেয়ার কথা অস্বীকার করে। কিন্তু, জানায় কাশ্মিরীদের স্বাধীনতা আন্দোলনে আর্দশিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাবে দেশটি।

Exit mobile version