Site icon Jamuna Television

শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যা করলো পুলিশ কনস্টেবল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। পলাতক আছেন অভিযুক্ত কনস্টেবল অসীম। ভোরে উপজেলার মাদ্রাসাপাড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে শ্বশুরবাড়ির লোকজনের ওপর চড়াও হয় অসীম। একপর্যায়ে শাশুড়িকে ছুরিকাঘাত করে সে। ঘটনাস্থলেই শাশুড়ি শেফালির মৃত্যু হয়। গুরুতর আহত হন স্ত্রী এবং শ্যালক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Exit mobile version