Site icon Jamuna Television

টোলের জন্য আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস গাড়ি ঘটনাস্থলে যাওয়ার সময় টোল না দেয়ায় আটকে দেয় টোল কর্তৃপক্ষ। পরে আগুন নির্বাপন না করে গাড়ি অফিসে চলে যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

জানা যায় গতকাল শুক্রবার বিকেলে ভুঞাপুর ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পেয়ে গাড়ি নিয়ে ঘটনায় স্থানে যাওয়ার সময় যমুনাসেতুর টোল কর্তৃপক্ষ গাড়ির টোল চায়, তারা জানায় যে টোল ছাড়া গাড়ী যেতে পারবে না । পরে আগুন নির্বাপন না করে গাড়ি অফিসে চলে যায়।

ফায়ার সার্ভিসের গাড়ির টোল আদায় প্রসঙ্গে আইন কি বলে- এমন প্রশ্নে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে ব্যবহৃত সফটওয়ার সার্ভিস প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জিয়াউল আহসান সরওয়ার বলেন, নীতিমালায় বলা আছে, রাষ্ট্রপতি ছাড়া সবার গাড়ির টোল দিতে হবে। পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স যাই হোক কোনো গাড়ির বিষয়ে শিথিলতা নেই।

Exit mobile version