Site icon Jamuna Television

মেডিকেল থেকে চুরি যাওয়ার ১৭ ঘণ্টা পর শিশু জিমকে উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়ার ১৭ ঘণ্টা পর শিশু জিমকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তিন মাস বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ড থেকে সোমবার মধ্যরাতে মায়ের কোল থেকে শিশুটিকে চুরি করে দুর্বৃত্তরা।

সন্তান হারিয়ে সোমবার মধ্যরাতে থেকেই পাগলপ্রায় ছিলো, গফরগাঁয়ের মাজেদা বেগম। স্বজনদের অভিযোগ, শিশুটি খোয়া যাওয়ার পর, সাহায্যের জন্য এগিয়ে আসেনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা কোনো আনসার সদস্য।

এর আগেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। পুনারাবৃত্তি রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যমুনা অনলাইন: টিএফ

 

Exit mobile version