Site icon Jamuna Television

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে সরকার সজাগ: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে সরকার সজাগ। হাসপাতাল থেকে বোমা উদ্ধার বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। ইস্যু তৈরি করতেই বিএনপি নেতারা বিভিন্ন মন্তব্য করছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭৫ পরবর্তী বিদেশে গিয়ে শেখ হাসিনার মত কেউ দেশের ভাবমূর্তি এত উজ্জল করেনি। উল্টো বিএনপির দুর্নীতির কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বৈঠকে ২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী একমাস ব্যাপী পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

Exit mobile version