Site icon Jamuna Television

অসাধারণ ক্যাচে জনি বেয়ারস্টো সাজঘরে

মেহেদী হাসানের অসাধারণ ক্যাচে সাজঘরে গেলো জনি বেয়ারস্টো। ২০ তম ওভারের প্রথম বলেই উইকেটটি নেন অধিনায়ক মাশরাফী।

সাজঘরে যাওয়ার আগে  ৫০ বলে ৫১ রান করেন। এর মধ্যে ৬ টি ছিলো চারের মার। অপরদিকে ৬৬ বলে ৭৬ রান করে ব্যাট করছে জেসন রয়।

বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে দলকে শুভ সূচনা এনে দেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৭.৫ ওভারে দলীয় ফিফটি রান পূর্ণ করেন তারা।

প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে ৬৭ রান যোগ করেন রয়-বেয়ারস্টো। ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলে নেয় ১০১ রান।

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে কোন উইকেটের পতন ঘটেনি। ইংল্যান্ড ৬৭ রান এই পাওয়ার প্লেতে। ্‌এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ১৩২ রান করেছে।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ।

অতীত পরিসংখ্যান অনুসারে, ২০ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ইংল্যান্ড। তার মধ্যে ১৬টিতে জয় পায় ইংলিশরা। মাত্র ৪ ম্যাচে জয় পায় টাইগাররা।

তবে বিশ্বকাপে এর আগে তিন ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ইংল্যান্ড। তার মধ্যে ইংল্যান্ড জয় পায় দুটিতে। তবে সবশেষ সাক্ষাতে জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপের গত আসরে এই ইংল্যান্ডকে হারিয়েই প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ দল।

Exit mobile version