Site icon Jamuna Television

বিশ্বকাপে জেসন রয়ের প্রথম সেঞ্চুরি!

বাংলাদেশের বিপক্ষে ৯২ বলে শতক তুলে নেন জেসন রয়। এর মধ্যে ১২ টি চারের মার ও একটি ওভার বাউন্ডারি। এটি বিশ্বকাপে রয়ের প্রথম শতক। এছাড়া ক্যারিয়ারের ৯বম শতক। রয়ের এই শতক নিয়ে বিশ্বকাপে ১১ তম শতক হলো ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে।   ২৮ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১৭৪।

এর আগে মেহেদী হাসানের অসাধারণ ক্যাচে সাজঘরে ফিরে জনি বেয়ারস্টো। ২০ তম ওভারের প্রথম বলেই উইকেটটি নেন অধিনায়ক মাশরাফী।

সাজঘরে যাওয়ার আগে  ৫০ বলে ৫১ রান করেন। এর মধ্যে ৬ টি ছিলো চারের মার। অপরদিকে ৬৬ বলে ৭৬ রান করে ব্যাট করছে জেসন রয়।

বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে দলকে শুভ সূচনা এনে দেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৭.৫ ওভারে দলীয় ফিফটি রান পূর্ণ করেন তারা।

প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে ৬৭ রান যোগ করেন রয়-বেয়ারস্টো। ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলে নেয় ১০১ রান।

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে কোন উইকেটের পতন ঘটেনি। ইংল্যান্ড ৬৭ রান এই পাওয়ার প্লেতে।

Exit mobile version