Site icon Jamuna Television

সুনামগঞ্জের সীমান্তছড়া থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

???????????????????????

সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তছড়া থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে উদ্ধারকৃত লাশটি ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের। থানা পুলিশ নিহতের কোন পরিচয় জানাতে পারেনি।

জানা গেছে , উপজেলার বিরেন্দ্রনগর বিজিবির কোম্পানি হেডকোয়ার্টারের টহলদল শনিবার সকাল আটটার দিকে টহল দেয়ার সময় ওপার থেকে নেমে আসা রংগাছড়া নামক সীমান্তের পাহাড়ি ছড়ায় এক ব্যাক্তির লাশ দেখেতে পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।

পুলিশ দুপুরের দিকে ওই সীমান্তছড়া থেকে অজ্ঞাত লাশটি উদ্ধারের পর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যাক্তি ভারতীয় নাগরিক।

সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, লাশের পরিচয় নিশ্চিত হতে ভারতের শিলং ৫৮ বিএসএসএফ বাগলী কোম্পানি হেডকোয়ার্টার ও শিলংয়ে তাদের বিএসএফ কমান্ডেন্টকে বিষয়টি জানানো হয়েছে।

Exit mobile version