Site icon Jamuna Television

স্টিভ ওয়াহ ও জয়সুরিয়ার পাশে স্থান করে নিল সাকিব

বিশ্বকাপে সাতশতাধিক রান এবং ২৫ উইকেট শিকার করে বিরল রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ইতিমধ্যে ২৪ ম্যাচে ৮০০ রান করার পাশাপাশি শিকার করেছেন ২৬ উইকেট।

বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ এবং সনাথ জয়সুরির পাশে স্থান করে নিয়েছেন সাকিব।
সাকিবের আগে আছেন শুধু স্টিভ ওয়াহ আর সনাথ জয়সুরিয়া। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লরাউন্ডার স্টিভ ওয়াহ ৩৩ ম্যাচে ২৭ উইকেট শিকারের পাশাপাশি সংগ্রহ করেন ৯৭৮ রান। আর শ্রীলংকান তারকা ক্রিকেটার সনাথ জয়সুরিয়ার ৩৮ ম্যাচে শিকার করেন ২৭ উইকেট আর ব্যাট হাতে সংগ্রহ করেন ১১৬৫ রান।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। তবে দুর্ভাগ্য তার শতরানের ইনিংস গড়া ম্যাচ ১০৬ রানের বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা।

Exit mobile version