Site icon Jamuna Television

দলীয় পতাকা সরানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৪

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণায় দলীয় পতাকা সরানোকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৪ জন।

শনিবার বিকালে সন্দেশখালির ন্যাজাটে প্রথমে শুরু হয় বাগযুদ্ধ; একপর্যায়ে সেটি গড়ায় সংঘর্ষে। নিহতদের মধ্যে তিনজনই বিজেপির কর্মী-সমর্থক। অভিযোগ, নিখোঁজ রয়েছেন দলের আরও পাঁচ সদস্য। নিহত বাকি একজন তৃণমূলের সমর্থক কাঈয়ুম মোল্লা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে দোষারোপের পালা। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি পুরো বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হবে বলে জানান তিনি। টুইটবার্তায় নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। এবারের লোকসভা নির্বাচনে রাজ্যটিতে বেশ শক্ত অবস্থান নিশ্চিত করেছে বিজেপি।

Exit mobile version