Site icon Jamuna Television

আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকায় ঈদ যাত্রায় কোন বিঘ্ন ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ভালো ছিল; তাই মানুষ বিপুল উৎসাহে ঈদ আনন্দ উদযাপন করেছেন। আজ সকালে সচিবালয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনী সজাগ থাকায় ঈদ যাত্রায় কোন বিঘ্ন ঘটেনি।

স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে। আগের চেয়ে শক্তিশালী করা হয়েছে কোস্টগার্ডকে। তাই সাগরে এখন আর ডাকাতির সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি বৃদ্ধির কারণেই উপকূলীয় এলাকা দস্যু মুক্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় নুসরাত হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওসি মোয়াজ্জেম হোসেনের সংশ্লিষ্টতা থাকলে তারও বিচার হবে।

Exit mobile version