Site icon Jamuna Television

দেশে হত্যা, ধর্ষণ ও বিচারবহির্ভূত হত্যার হিড়িক চলছে: রিজভী

দেশে হত্যা, ধর্ষণ ও বিচারবহির্ভূত হত্যার হিড়িক চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, দেশে এখন প্রতিদিন গড়ে ৫ জন মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের আস্কারাতেই অপরাধীরা শাস্তি থেকে রেহাই পেয়ে যাচ্ছে।

এসময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন বিএসএমএমইউতে পেট্রোল বোমা সদৃশ্য বোতল রাখা ক্ষমতাসীন মহলের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেন তিনি।

Exit mobile version