Site icon Jamuna Television

পুত্রবধূর সাথে ঝগড়া করে ফেরি থেকে পদ্মায় ঝাপ দিলেন শ্বশুর

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ
ছেলের বউয়ের সাথে ঝগড়া করে চলন্ত ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাপ দিলেন সত্তর বছর বয়স্ক এক শ্বশুর।
রোববার দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শাহ মখদুম ফেরি থেকে ওই বৃদ্ধ নদীতে ঝাপ দেন। তবে তার পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান জানান,স্বজনদের সঙ্গে ঈদ উপভোগ করে ছেলে ও ছেলের বউয়ের সাথে রাজধানীতে ফিরছিলেন ওই বৃদ্ধ। বেলা সাড়ে ১১ টার দিকে তারা দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার জন্য শাহ মখদুম ফেরিতে উঠেন।ফেরিতে ছেলের বউয়ের সঙ্গে তার পারিবারিক বিষয় নিয়ে কথাকাটি হয়। এক পর্যায়ে ওই বৃদ্ধ ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাপ দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

Exit mobile version