Site icon Jamuna Television

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে আসিফ মিয়া (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
রবিবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ ঘাটের করতোয়া নদীতে ডুবে নিখোঁজ হয় আসিফ।
আসিফ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের পলাশ মিয়ার ছেলে। আসিফ কাটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, দুপুরে গরমের কারণে আসিফ বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে আসিফ পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকেই স্থানীয়রা তাকে খোঁজাখুজি করতে থাকে। খবর পেয়ে উদ্ধার চেষ্টা চালায় গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নদীতে পানি কম থাকলেও অবৈধ বালু উত্তোলনের কারণে নদীতে অসংখ্য চোরা গর্তের সৃষ্টি হয়েছে। পানিতে ডোবার পর আসিফ কোন চোরা গর্তে ডুবে থাকতে পারে। ফলে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছেনা।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার শর্মা বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ কিশোর আসিফকে উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মীরা সর্বাত্বক চেষ্টা চালাচ্ছে। নদীতে পানি কম থাকলেও বেশ কিছু বড় বড় গর্ত রয়েছে। ধারণা করা হচ্ছে কোন গর্তে ডুবে গেছে আসিফ।
এদিকে, বিকেল ৩টা পর্যন্ত কিশোর আসিফকে উদ্ধার করা সম্ভব হয়নি। আসিফ নিখোঁজ হওয়ায় পরিবারের লোকজন নদী পাড়ে আহাজারি করছেন। তাদের আহাজারিতে নদী পাড় এলাকার বাতায় ভাড়ি হয়ে উঠেছে।
Exit mobile version