Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে নদী রক্ষা বাঁধের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে। কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের উদ্যোগে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচির শেষ দিন ছিল আজ (রবিবার)।  সকালে কমলনগরের হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল অংশ নেন বিপুল সংখ্যক জনতা। পরে সমাবেশে সংগঠনটির আহবায়ক সুপ্রীম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, রাকিব হোসেন, দিদার হোসেন প্রমুখ। বক্তারা বর্ষার আগে দ্রুত নদী বাঁধ দিয়ে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এর আগে একই দাবীতে দুই উপজেলার স্থানীয় বিভিন্ন বাজারে ৬টি বিক্ষোভ ও পথসভা করে সংগঠনটি।

Exit mobile version