Site icon Jamuna Television

অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারালো ভারত

ওভালে টস জিতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলী আর তাতে অজিদের বিপক্ষে ৩৫২ রানের বিশাল চ্যালেঞ্জ ‍ছুড়ে দেয়। জয়ের জন্য ৩৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজিরাও লড়ে মরণপণ লড়াই কিন্তু শেষ রক্ষা আর হলোনা। শেষ পর্যন্ত ৩১৬ রান তুলে ভারতের কাছে ৩৬ রানে হার মানলো অস্ট্রেলিয়া।

এই ম্যাচে ভারতের শিখর ধাওয়ান তুলে নেন সেঞ্চুরি। অন্যদিকে রোহিত শর্মা, বিরাট কোহলিরা তুলে নেন হাফ সেঞ্চুরি।

দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর অ্যারোন ফিঞ্চ মিলে ৬১ রানের জুটি গড়েন। ৩৫ বলে ৩৬ রান করে ফিঞ্চ রানআউট প্রথম ধাক্কাটি খায় টিম অস্ট্রেলিয়া।

ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহ নেন ৩টি করে উইকেট। ২ উইকেট নেন ইয়ুজবেন্দ্র চাহাল। দুটি হলো রানআউট।

ওয়ানডে র‌্যাংকিংয়ে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপ মঞ্চে চিরকালের ফেভারিট অস্ট্রেলিয়া। একদিবসী ক্রিকেটে দু’দলের আগের ১৩৬ ম্যাচে ভারতের ৪৯ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ৭৭টি। বাকি ১০টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

Exit mobile version