Site icon Jamuna Television

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোটর সাইকেল চালক নিহত

নড়াইল ফুলতলা সড়কে মাছিমদিয়াস্থ জোড়া তেল পাম্পের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোটর সাইকেল চালক মোঃ মান্নান শেখ নিহত হয়েছে। রবিবার রাত ১২টার সময় এ ঘটনা ঘটে।

মান্নান শেখ সদরের বল্লারটোপ গ্রামের মৃত ইয়াকুব শেখের ছেলে। মান্নান শেখ ভাড়ায় মোটর সাইকেল চালানোর পাশাপাশি নড়াইল হোমিও কলেজের নাইট র্গাড হিসাবে কর্মরত ছিলেন।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়,মান্নান শেখ রবিবার রাতে নড়াইলের লোহাগড়ার কালনা ঘাট থেকে দুইজন যাত্রীকে সদরের মির্জাপুর যাওয়ার জন্য ভাড়ায় ঠিক করে মির্জাপুরের দিকে রওনা হয়। রাত ১২টার দিকে হঠাৎ করে নড়াইল ফুলতলা সড়কে মাছিমদিয়াস্থ জোড়া তেল পাম্পের সামনে বাঁচাও বাঁচাও চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস মান্নান শেখ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নড়াইল সদর থানার এস আই হাবিব জানান, সুরতহাল রিপোর্ট হয়েছে, ময়না তদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version