Site icon Jamuna Television

ঈদ যাত্রা স্বস্তিদায়ক হলেও দুর্ঘটনা উদ্বেগজনক: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক তবে সড়ক দুর্ঘটনা ছিল উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, এবার দুর্ঘটনার হার কম হলেও মৃত্যুর হার ছিল বেশি। আর এ সব দুর্ঘটনার জন্য দায়ী নসিমন করিমনের মত ছোট যানবাহন। সড়ক দুর্ঘটনারোধে মহাসড়কে নসিমন করিমনের মত ছোট যান নিয়ন্ত্রণে বিকল্প চিন্তা করা হচ্ছে বলেন জানান মন্ত্রী।

এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় হয়েছে স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, যে সব পরিবহণ বেশি ভাড়া আদায় করেছে তাদের মামলা দিয়ে সতর্ক করা হয়েছে। বিএনপির সংসদে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংসদে যাওয়া নিয়ে বিএনপির স্ববিরোধিতা রয়েছে।

Exit mobile version