Site icon Jamuna Television

রাজধানীর শনির আখড়ায় দেয়াল চাপায় অটোরিকশা চালক নিহত

রাজধানীর শনির আখড়ায় একটি ব্যাংকের দেয়াল ধসে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়ার নয়াপাড়া এলাকায় ৪৩৬ নম্বর বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে।

শর্ট সার্কিটের কারণে এসি বিস্ফোরণে ব্যাংকটির দ্বিতীয় ও তৃতীয় তলার দেয়ালধসে নিচে পড়ে যায়। নিহত চালকের নাম গোলাম সারোয়ার (৩৫)। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।

খবর পেয়ে দমকল বাহিনীর ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version