Site icon Jamuna Television

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, বাসে আগুন

সৈয়দপুর যাত্রীবাহী বাসচাপায় মোহাম্মদ মোহন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মোহন সৈয়দপুর উত্তরা আবাসনের নান্নু মিয়ার ছেলে। সে সৈয়দপুর প্লাজায় চটপটির দোকানে কাজ করত।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল নাবিল পরিবহনের যাত্রীবাহী বাসটি। পথে ওয়াপদা মোড়ে বাসটি একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ মোহনের মৃত্যু হয়। এ সময় আহত হন অপর রিকশাযাত্রী পারভেজ হোসেন ও চালক সফিকুল ইসলাম। তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা নাবিল পরিবহনের বাসটি আটক করে ভাঙচুর চালান এবং তাতে আগুন ধরিয়ে দেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

Exit mobile version