Site icon Jamuna Television

ভালোবাসার টানে চীন থেকে নেত্রকোণার কলমাকান্দায়

কামাল হোসাইন,নেত্রকোণা

“ভালোবাসার টানে মানুষ সাত সমুদ্র তের নদীও পাড়ি দিতে পারে। তাই সূদুর চীন দেশ থেকে কলমাকান্দায়ও আসতে পারে” এমনটাই বলছিলেন বিয়ের দাওয়াতে আসা অতিথিরা।

নেত্রকোণার কলমাকান্দার গুতুরা বাজারে রবিবার এক বিবাহোত্তর বৌভাত এর আয়োজন করা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আজাদের বাড়িতে। সম্প্রতি তার ছেলে জসিম উদ্দিন এর সাথে চীনা নাগরিক ইবনাত মরিয়ম ফাইজার বিয়ে হয় দুবাইতে। ফাইজা চীনের হিলংজিয়াং প্রদেশের মুদনজিয়া শহরের ওয়াং হুয়ানঝং ও পাং ইয়ুলিং দম্পতির সন্তান। চাকুরিসূত্রে ফাইজা ও জসিমের পরিচয় দুবাইয়ের একটি শপিংমলে। ধীরে ধীরে তাদের পরিচয় রুপ নেয় ভালোবাসার সম্পর্কে।

মাঝে তিনবছর চাকরীর প্রয়োজনেই দুজন দুই দেশে চলে যান। হৃদয়ের টান তাদেরকে আলাদা করতে পারেনি। একপর্যায়ে আবারও দুজন দুবাইয়ে দেখা করে গাটছাড়া বাঁধেন। ফাইজা আগে খ্রিস্টান ধর্মের অনুসারী থাকলেও বিয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

বর জসিম উদ্দিন জানান, তাকে ভালোবাসার পর ধর্মীয় নিয়ম অনুযায়ী তাকে বিয়ে করেছি। আমরা সুখে শান্তিতে থাকতে সকলের দোয়া চাই।

Exit mobile version