Site icon Jamuna Television

৫২টি মানহীন পণ্যের পুনঃপরীক্ষার প্রতিবেদন ১৬ জুন হাইকোর্টে

বিএসটিআই ঘোষিত ৫২টি মানহীন পণ্যের পুনঃপরীক্ষা ১৩ জুন শেষ হবে। ১৬ জুন হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়া হবে।

বিএসটিআইয়ের আইনজীবী এস এম রাশেদুল হাসান যমুনা নিউজকে জানান, বিএসটিআই ৫২ টি পণ্য মানহীন ঘোষণা করার পর প্রাণ, এসিআই, ওয়েল ফুড সহ বেশ কিছু কোম্পানা পুণঃ পরীক্ষার জন্য আবেদন জানান হাইকোর্টে। হাইকোর্ট তাদের সেই অনুমতি দেয়। এরই মধ্য বিএসটিআই ৪৮ টি পণ্যের পুনঃ পরীক্ষা শেষ করেছে। আগামী ১৩ মে বাকি পণ্য গুলোর পুনঃপরীক্ষা শেষ হবে। আগামী ১৬ মে এই বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিবে বিএসটিআই।

Exit mobile version