Site icon Jamuna Television

টসে জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সোমবার ইংল্যান্ডের রোজ বোলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আসরে দুর্দান্ত শুরু করেছে ক্যারিবীয়রা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে ৩ পয়েন্ট নিয়েছে তারা। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও শ্বাসরুদ্ধকর ছিল সে লড়াই। অল্পের জন্য হেরে যায় তারা।

সে ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের শিকার হন গেইল-রাসেলরা। যা নিয়ে বিতর্ক চলছেই। এদিকে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি দ. আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর ভারতের বিপক্ষেও শোচনীয় হার হয় প্রোটিয়াদের। এর আগে ইংল্যান্ডের সামনেও দাঁড়াতে পারেনি তারা। তাই সেমিফাইনাফের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের।

Exit mobile version