Site icon Jamuna Television

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে নেই যানবাহনের দীর্ঘ সারি

তানভীর মাহমুদ,রাজবাড়ী

ঈদের ছুটি শেষে কর্মজীবী ও শ্রমজীবী মানুষ গ্রামের বাড়ি থেকে আবার ফিরছে ইট পাথরের শহর রাজধানী ঢাকায়। রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট।

সোমবার দুপুরে দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট এলাকায় কর্মস্থল মুখি মানুষের ঢাকার উদ্দেশ্য যাত্রা করতে দেখা গেছে । ঘাট এলাকায় যানবাহনের কোন সিরিয়াল বা দীর্ঘ লাইন দেখা যায়নি। দৌলতদিয়া ঘাটে এসে যাত্রীবাহি বাসগুলো সরাসরি ফেরিতে উঠছে। আর সাধারণ যাত্রীরা লঞ্চ ও ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছে।

তবে বিকালের দিকে কিছুটা চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, অতিরিক্ত চাপ সামলা‌তে পর্যাপ্ত সংখ্যক ফে‌রি ও লঞ্চ চলাচল কর‌ছে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে।

এছাড়া যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ফ‌লে ভোগা‌ন্তি ছাড়া মানুষ তা‌দের গন্ত‌ব্যে পৌঁছা‌তে পার‌বে।

শ‌ফিকুল ইসলাম আরও জানান, দৌলত‌দিয়ায় ঢাকামুখী যানবাহ‌নের কোনও চাপ নেই। বাসগু‌লো যাত্রী নি‌য়ে সরাস‌রি ফে‌রি‌তে উঠ‌ছে। ত‌বে সময় বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়‌তে পা‌রে। বর্তমা‌নে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ছোট বড় মোট ২০টি ফে‌রি চলাচল কর‌ছে এবং ৬টি ঘাটই সচল র‌য়ে‌ছে।

ঘাট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যানজট নিরসনে পর্যাপ্ত পরিমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক ইনেসপেক্টর (টিআই) নাজমুল হুদা জানান,অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাসগুলোকে ফেরিতে উঠানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Exit mobile version