Site icon Jamuna Television

পাঁচবার বল স্টাম্পে আঘাত করলেও পড়েনি বেল!

প্রতিটি বিশ্বকাপ চমকপ্রদ অনেক ঘটনার জন্ম দেয়। এবারের বিশ্বকাপে তেমনি চমকপ্রদ ঘটনা হচ্ছে স্ট্যাম্পে বল লাগার পরেও বেল না পড়া।

ক্রিকেটের চিরাচরিত নিয়ম হচ্ছে বল স্ট্যাম্পে আঘাত হানলে বেল পড়ে যাওয়ার। এর আগে বিভিন্ন সময় বল স্ট্যাম্পে আঘাত করলেও বেল না পড়ার ঘটনা ঘটেছে খুব কদাচিৎ। তবে এবারের বিশ্বকাপে বেশ কয়েকবার ঘটেছে এমন ঘটনা।

সর্বশেষ অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে ভারতীয় পেসার জাসপ্রিত ভুমরাহের বল স্ট্যাম্পে লাগার পরেও বেল পড়েনি।

এর আগে এই বিশ্বকাপে প্রথমবার ওভালে রশিদ খানের বলে কুইন্টাইন ডি ককের বল স্ট্যাম্পে লাগার পরে বেল পড়েনি। কিউই পেসার ট্রেন্ট বোল্টের দিমুথ করুনারত্নের বিরুদ্ধে করা বলও স্ট্যাম্পে লাগার পর বেল পড়েনি। ন্যাটিংহামে একইরকম ঘটন ঘটেছে মিচেল স্টার্কের গেইলের বিরুদ্ধে করা বলে।

বাংলাদেশের বিপক্ষে সাইফউদ্দিনের বিরুদ্ধে কার্ডেফে বেন স্টোকের করা বলেও বেল পড়েনি।

এক বিশ্বকাপে পাঁচবার এমন অদ্ভুতুড়ে ঘটনা দেখে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার টুইট করেছেন; “আজ পঞ্চম ঘটনা ঘটেছে যেখানে বল স্ট্যাম্পে লাগার পরেও বেল পড়েনি। ৫ম উদাহরণ এই বিশ্বকাপের! কী হচ্ছে? আমি আমার সারাজীবনে এমন পাঁচটি ঘটনা দেখি। এবার দশ দিনের ভেতরে দেখলাম।”

এর কারণ কী হতে? তবে কী উন্নতমানের জিঙ্ক বেল দায়ী স্ট্যাম্পে বল লাগার পরেও বেল না পড়ার?

Exit mobile version