Site icon Jamuna Television

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আজ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৪জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বিপুল রায় নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, দুপুরে জগন্নাথপুর ইউনিয়নের মুরগিফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

একই সময়ে মানিকগঞ্জের মহাদেবপুরে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

এর আগে ভোরে জয়পুরহাটের কালাইয়ে সড়কের পাশ থেকে মাদ্রাসা ছাত্র মো. মাসুদের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, যানবাহনের ধাক্কায় সে নিহত হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে নাবিল পরিবহনের বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত দু’জনকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একজনের।

Exit mobile version