Site icon Jamuna Television

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জুন মাসের শেষের দিকে চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন।এরশাদের বিশেষ সহকারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, ‘গত মাসের ২১ তারিখ তাকে (এরশাদ) রক্ত দেয়ার পর অবস্থা কিছুটা ভালো ছিল। বর্তমানে একটু দুর্বল হয়ে পড়েছেন। এ কারণে আবারও সিঙ্গাপুর নেয়া হচ্ছে’।

খালেদা আক্তার আরও বলেন, ‘স্যার একই অবস্থায় আছে, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। বয়সের কারণে কথা জড়িয়ে আসে। তবে কাউকে চিনতে সমস্যা হচ্ছে না।

তিনি বলেন, আপনারা তো ঈদের দিন দেখেছেন, এখনও সেভাবেই আছে। তার পাশে লোকজন থাকলে একটু হাশি খুশি থাকেন।

Exit mobile version