Site icon Jamuna Television

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ইসি কবিতা

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

সোমবার বিকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আমরা আশা করছি। সে নির্বাচনে বিএনপিও আসবে। নির্বাচন কমিশনার নির্বাচন সুষ্ঠু করার পরিবেশ তৈরি করেছে। তিনি আরও বলেন, নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা হবে না। নির্বাচনে আমরা ভোটারদের নিরাপত্তা দেবো , তারা নিবিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করবে।এ সময় বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন তিনি।

সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে তিনি সাভারের বিরুলিয়ার শ্যামপুর গ্রামে গোলাপ গ্রাম পরিদর্শন করেন।

এর আগে তিনি ধামরাইয়ে ভোটার তালিকা তৈরির হালনাগাদ এর প্রশিক্ষণ উদ্বোধন করেছেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সাল কাদের,সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ নির্বাচন কমিশনের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ, সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ প্রমুখ।

Exit mobile version