Site icon Jamuna Television

ইনজুরিতে সাকিব, খেলা নিয়ে অনিশ্চয়তা

ইংল্যান্ডের বিপক্ষে পায়ের রগে টান খাওয়া সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্রিস্টলে তার পায়ের এক্সরে করা হলেও এখনও নিশ্চিত নয় তার মাঠে নামার বিষয়টি।

এদিকে, সোমবার দলের সাথে মাঠে গেলেও অনুশীলন করেননি সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের বড় স্কোর করার সময় তাকে বেশ কয়েকবার পায়ের কারণে অস্বস্তিতে দেখা যায়। ৩৯তম ওভারে ক্রিস ওকসকে পরপর তিন চার মারার পরও একইভাবে বা পা নিয়ে অস্বস্তিতে ভুগতে দেখা যায় এই অলরাউন্ডারকে।

কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা সেটি জানা যাবে এক্সরে রিপোর্ট হাতে পাওয়ার পর। তবে, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি। সেদিক থেকে মঙ্গলবার তার মাঠে ফেরা সম্ভাবনা ফিফটি ফিফটি ।

যমুনা অনলাইন: আরএস

Exit mobile version